শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে আরো ১০ বাংলাদেশী আটক

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে আরো ১০ বাংলাদেশী আটক

ইটের ভাটায় কাজ শেষ করে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ঢোকার সময় ভূরুঙ্গামারী সীমান্তে আরো ১০ বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ’র হাতে আটকা পড়েছে। সোমবার (২আগস্ট) ভোরে সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দূর্গানগর ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বিকেল তিনটার দিকে সীমান্তের ভোটের হাট নামক স্থানে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বাগভান্ডার বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১৯২ বি.এস.এফ ব্যাটালিয়নের অধিন দূর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র ও ১৫ বিজিবি,
এর বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আশরাফ আলী। আটককৃত বাংলাদেশীরা হচ্ছেন, ফুলবাড়ী উপজেলার খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের পুত্র  আঃ মান্নান(৬০), স্ত্রী খোদেজা খাতুন (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেলেখা  (২৫), মুক্তির কুটি গ্রামের বাচ্চা মিয়ার পুত্র শহিদুল ইসলাম(২৭),একই গ্রামের শহিদুল
ইসলামের কন্যা সুমাইয়া খাতুন(৫),বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম(৪০), আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন(৩৫), আমিনুল ইসলামের দুই পুত্র আরিফ (১৫), আরমান আলী(৫)ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর পুত্র  হাফিজুল ইসলাম (১৭)। এদের মধ্যে তিন জন শিশু। সংশ্লিষ্ট বিজিবি জানায়, আটককৃত,
বাংলাদেশীরা ভারতের বিভিন্ন ইট ভাটায় কাজ করতো। কাজ শেষে সোমবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশী নাগরিকদের বিজিবি গ্রহন করার পর
অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মামলা দায়ের পর ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। লালমনিরহাট ১৫
বিজিবির অধীন বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। #
spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ