মোঃ জাহাঙ্গীর আলম,নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের জমিদারহাট বড়পোল সংলগ্ন জমিদারহাট ফিলিং ষ্টেশনের সামনে যাত্রীবাহি বাস ও
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মামা-ভাগিনা নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে সেনবাগের বক্সীরহাট বাজারের ব্যবসায়ী ও বক্সীরহাটের হাবিব উল্যার ছেলে ওমর ফারুক (৪০) এবং তার ভাগনে বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের সিদ্দিক উল্যার ছেলে মোঃ মিশু (২৫)।
এঘটনায় মিশুর বড়ভাই আইয়ুব খান (৩০)আহত হয়েছে। বক্সীরহাট বাজারের ব্যবসায়ী ও দলিল লিখক ওমর ফারুক জানায় , সোমবার বেলা ১১ টারদিকে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর
ইউনিয়নের রফিকপুর গ্রামের বাসিন্দা ও সেনবাগের বক্সীরহাট বাজারের ফ্যাক্সী লোড ও টেইলার ব্যবসায়ী ওমর ফারুক তার দুই ভাগিনা মিশু ও আইয়ুব খান নিজ ব্যবসা প্রতিষ্ঠার থেকে
মোটরসাইকেল যোগে করোনার টিকা দেওয়ার জন্য বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চৌমুহনীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বেগমগঞ্জে জমিদারহাট বড়পোল সংলগ্ন জমিদারহাট ফিলিং
স্টেশনের সামনে পৌছলে চৌমুহনী থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি বাস জোনাকী পরিবহনের দ্রুত গতির বাসটি মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলে তিন আরোহী সিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে স্বজনরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওমর ফারুক ও মিশু মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনার টিকা নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা নেওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।