মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ও হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতাদের নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার
প্রতিবাদে মানববন্ধন শেষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাস স্ট্যান্ড থেকে ধানহাটির মোড় পযর্ন্ত প্রায় ১ ঘন্টা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।সমাবেশে মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহম্মেদ ফারুক, ধানশাইল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ফটিক,মোঃ শাহীন মিয়া, মোঃ হুসেন মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোঃ ওবাইদুল ইসলাম ও ধানশাইল ইউনিয়ন বিএনপির নেতা
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুর রহমান এনামুল এর নামে বরাদ্দ নৌকা প্রতীক বাতিল করে আওয়ামী লীগের ত্যাগী যে কোন প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন। উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতীবান্দা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ নাসির উদ্দীনের পিতা মোঃ ওবাইদুল ইসলাম
বিএনপির সদ্য বিলুপ্ত ২নং হাতীবান্দা ওয়ার্ড কমিটির ২১ নং সদস্য ছিলেন এবং মোঃ তৌফিকুল ইসলাম এনামুল ওরফে তৌফিক এনাম ওরফে এনামুল হক বিএনপির ধানশাইল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তারা দুজনই এখনো বিএনপি থেকে পদত্যাগ করেননি।
এমনকি তারা ২জন এখনো আওয়ামী লীগে যোগদানই করেননি বলে অভিযোগ রয়েছে।এদিকে বিকেল ৪ টা সময়ে তৌফিকুর রহমান এনামূল বলেন আমি কখনোই বিএনপির রাজনীতির সাথে
জরিত ছিলাম না প্রতিপক্ষের যে অভিযোগ তা ভিত্তিহীন আমি ঢাকায় লেখাপড়া করেছি সেখানে আমি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে জরিত ছিলাম।
হাতীবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উবাইদুল ইসলাম এর ছেলে মোঃ নাছির উদ্দীন বলেন আমার বাবা কখনোই বিএনপি রাজনীতির সাথে জরিত নয় অভিযোগের সত্যতা নেই।