শ্রীনগরের রাঢ়িখাল ইউনিয়নের হাতার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জমিতে রোপিত ২০০ কড়ই গাছের চারা তুলে ফেলে দিয়ে জমির চারপাশ ঘিরে রাখা ২০০ খাম নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।গত ৬/১২/২১ তারিখ অনুমান ৭ ঘটিকার সময় বিবাদী, আসলাম(২৭)
পিতা,আলমগীর, আলমগীর পিতা,মৃত শেখ আকবর ও অজ্ঞাত নামা ২/৩ জন জমিতে থাকা ২০০ টি কড়ই গাছের মাঝারী মানের চারা তুলে ফেলে দিয়ে ১৬ টি সিমেন্টের খুটি তুলে নিয়ে যায়।
খবর পেয়ে জমির মালিক বাদশা খান,পিতা,ফরহাদ খা উপস্হিত হলে বিবাদীরে উক্ত স্হান হতে পালিয়ে যায়। এ ব্যপারে বাদশা খান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের খবর পেয়ে বিবাদীরা পুনরায় উক্ত জমিতে এসে অবশিষ্ট খুটি গুলো তুলে নিতে থাকেন। জমির মালিক বাদশা খান ঘটনাস্হলে পৌছলে উল্লিখিত বিবাদীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদশা খান কে মেরে নিলা ফুলা জখম করে খুটি নিয়ে চলে যান।
তারা বাদশা কে বলেন, মামলা করলে তোকে জানে মেরে ফেলবো। আগের অভিযোগ উঠিয়ে আনবি ও এ জমি ছেড়ে দিবি। ৬৭ শতক জমির মধ্যে ৩৩.৫০ শতক জমির মধ্যে ২০০ কড়ই গাছের চারা রোপন করেন।
জমির চারপাশ দিয়ে ২০০ সিমেন্টের খাম স্হাপন করে লোহার নেট দিয়ে আটকে দেন। বিবাদীরা সকল নেট খুলে ও খুটি তুলে নিয়ে যান।বাদশা খান পুনরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রায় ১ মাস হতে চললেও অভিযুক্তদের ব্যপারে কোন ব্যবস্হা নিতে দেখা যায়নি। এ দিকে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি ও আঘাত নিয়ে ন্যায় বিচারের আশায় দিন গুনছেন বাদশা মিয়া।