আল হেলাল চৌধুরী দিনাজপুরের ফুলবাড়ীতে কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের নিজস্ব উদ্যোগে নিজের রান্না করা খাবার নিয়ে সমাজের ছিন্নমুল অসহায় মানুষদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে
১৪ ফেব্রুয়ারী ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস উদযপন করেছেন। এমন ব্যাতিক্রম উদ্যোগের বিষয়ে উদ্যোগতা অনন্যা প্রামানিক বলেন, বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে বিভিন্ন
মহলের বিভিন্ন মতামত দেখা দিয়েছে। আমাদের বাবা, মা সবাই এই দিন আসলে দুঃচিন্তায় থাকে। দিবসটি শুধু প্রেমিক প্রেকিমাদের মধ্যেই সীমাবদ্ধ করায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা
ভালোবাসা দিবসকে প্রকৃত ভালোবাসায় রুপদিতে আমাদের উচিৎ এই দিনটাকে মানুষকে ভালোবেসে মানুষের উপকারে কাজে লাগাই, তবে বিশ্ব ভালোবাসা দিবসটির স্বার্থকতা যথার্থ হবে।
মোঃ কামাল হোসেন বলেন, ভালোবাসা দিবসে আমাদের উচিত নিজের স্বার্থের উর্দ্ধে পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা প্রর্দশন করা ও গরীব অসহায় মানুষের সহযোগীতা
করা। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বিশ্ব ভালোবাসা দিবসটি উপলক্ষে মানুষের উপকারে কাজ করেছি। আমাদের দেখা দেখি এমন ভাবে বিশ্ব ভালোবাসা দিবস পালক হউক সারাদেশে এই প্রত্যাশা করছি।