রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধভূরুঙ্গামারীতে স্কুল ছাত্রকে ছুরি মেরে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ভূরুঙ্গামারীতে স্কুল ছাত্রকে ছুরি মেরে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মনিরুজ্জামান মনির,কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রাকিব হাসানকে ছুরি মেরে আহত করার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে শিক্ষার্থীরা ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে মানববন্ধন করে।

অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার, নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম প্রমুখ।

জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে রাকিব হাসান বন্ধুদের সাথে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গার মাস্টার পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে যায়। সেখানে একদল বখাটে

কিশোরের সাথে বাগবিত-া বাঁধলে বখাটেদের একজন রাকিব হাসানের বাম কাঁধে ছুরিকাঘাত করে। রাকিব বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তার বাবা আশরাফুল আলম বাদী হয়ে ৩ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বোরবার আহত ছাত্রের বাবা বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেছে। আসামীরা পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ