কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সীমান্তের চর গয়টাপাড়া গ্রাম সংলগ্ন ১০৫৩ সীমান্ত পিলারের কাছ থেকে ওই ভারতীয়কে আটক করে বিজিবি।
আটক আশরাফুল ভারতের মানকারচরের হাট শিঙ্গিমারী থানার সুখচর উজান বজরা গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রৌমারী থানায় আটক আশরাফুলকে সোপর্দ করেছে বিজিবি।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ওই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।