চাঁদ পুর নিজেস্ব প্রতিনিধিঃ কোরআনের আলোয় আলোকিত হওয়াই রোজার প্রকৃত শিক্ষাঃ আওলাদে রাসুল
মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মরহুম আল্লামা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হায়দরগঞ্জ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওঃ আমিনুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের
মহাসচিব ড. মোঃ সলিম উল্যাহর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হায়দরগঞ্জ দরবার শরীফের আওলাদে রাসুল সাইয়্যেদ মাও: মুফতি তাহের ইজ্জুদ্দিন জাবেরী।
তিনি বলেন, মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্যই কোরআন নাজিল হয়েছে। পবিত্র রমজান মাসেই কোরআনের আদর্শে নিজেকে গড়ার সুবর্ণ সুযোগ যা আমাদের থেকে ক্রমান্বয়ে চলে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান হামিদী, চাঁদপুর বাগাদী ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ
আহসান উল্যাহ,গাজীপুর হরিপুর ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম, আলগীবাজার সিনিয়র মাদরাসার সহকারি অধ্যাপক মাওঃ মজিবুর রহমান, কাজী
মাওঃ মজিব উল্যাহ, প্রফেশনাল মুভমেন্ট চাঁদপুর শাখার সদস্য সচিব মোঃ হারুন গাজী,বিশিষ্ট সমাজ সেবক মাওঃ একেএম মহিব্বুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক জহির মাঝি,আব্দুল মান্নান
আখন,জহির মিয়াজি,ফয়সাল আখন,বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল কাইউম প্রমূখসহ গণ্যমান্য সমাজসেবক ও আলেমওলামাগণ।
পরিচালক ড. মোঃ সলিম উল্যাহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলেন, রোজা এক মাসের কিন্তু শিক্ষা বারো মাসের। রমজান মাসে রোজাদারদের মধ্যে যে মানবিক মূল্যবোধ, আত্মিক,
নৈতিক, আদর্শিক ও চারিত্রিক গুণাবলি বিকশিত হয়, তা যদি সারা বছর অব্যাহত থাকে, তাহলে এ সমাজ শান্তির সমাজে পরিণত হতে পারে।
সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সবশেষে প্রধান অতিথি আওলাদে রাসুল উপস্থিত হাজারো ধর্মপ্রাণ রোজাদারদেরকে নিয়ে দোআ ও মুনাজাত পরিচালনা করেন।