মোঃ জাহাঙ্গীর আলম,নোযাখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোযাখালী মহাসড়কের কল্যান্দী হাইস্কুল সংলগ্ন গোপালপুকুর পাড় এলাকায় যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে
মোটরসাইকেলেটি দুমরেমুছড়ে যায়। এসময় মোঃ ফয়সল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থালে নিহত হয়।
নিহত ফয়সল সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামের সেকান্তর ব্যাপারী বাড়ীর কামাল হোসেন ছেলে।
এছাড়া ওই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে অপর আরো দুই আরোহী বাবু (২৮) ও মোঃ তানভীর (২২) নামের দুইজন গুরুত্বর আহত হয়েছে।
আহতদের মধ্যে স্থানীয়রা বাবু (২৮)কে ফেনী সদর হাসপাতালে এবং তানভীর (২২) কে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করান। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানাগেছে।
এদের মরেধ্য বাব’র বাড়ি সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামে। সে ওই গ্রামের মুছা মিয়া মোলভী বাড়ীর মৃত আব্দুল গোফরান ছেলে।
এবং মোঃ তানভীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির কাদরা হাজী বাড়ীর তাজুল ইসলামের ছেলে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে দুর্ঘটনায় পতিত বাস এবং মোটরসাইকেল তাদের হেফাজতে নেয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তী কুরি জানায়, শনিবার এশার নামাজের সময় চট্টগ্রাম থেকে নোয়াখালী অভিমুখি নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহি বাস নং
ঢাকা মেট্রো-ব-১৪-৫৭০৯ এবং সেনবাগ থেকে সেবারহাট অভিমুখি একটি মোটরসাইকেল কল্যান্দী হাইস্কুল সংলগ্ন ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপাল পুকুরপাড় এলাকায় সিএনজি স্টেশনের
সামনে পৌছলে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলেটি দুমরেমুছড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ফয়সল ঘটনাস্থালে নিহত হয়।এসময়
মোটরসাইকেলে অপর দুই আরোহী গুরুত্বর আহত হয়। পুলিশ ঘটনাস্থালে পৌছে দুর্ঘটনায় পতিত বাস এবং মোটরসাইকেল তাদের হেফাজতে নেয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায়
এনে রাখা হয়। রোববার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।