মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধহাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি,

৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়। সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, এর আগে রোববার দিবাগত রাত

৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১),

যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), মোঃ আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মোঃ নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩), মোঃ মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭),

মোঃ এমরান (৪০), মোঃ কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)। কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে

বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে

১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয। হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের নোয়াখালী বিচারিক আদালতে
প্রেরণ করা হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ