রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকুড়িগ্রামের উলিপুরে অবৈধ ভাবে উত্তোলন পাঁচ লাখ সিএফটি বালুসহ একটি ট্রাক্টর জব্দ

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ভাবে উত্তোলন পাঁচ লাখ সিএফটি বালুসহ একটি ট্রাক্টর জব্দ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের সরকারি নির্দেশ উপেক্ষা করায় পাঁচ লাখ সিএফটি বালু ও একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

গত বুধবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রম্মপুত্র নদ তীরবর্তী পালের ঘাট এলাকায় অবৈধ ভাবে তোলা বালু বিক্রির সময় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান।

জানা গেছে, ওই ঘাটে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নকাজে বালুর প্রয়োজন দেখিয়ে একটি চিহ্নিত সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে নদী থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে জেলা ও জেলার বাইরে বিক্রি করে আসছিল। সম্প্রতি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কিছুদিন আগে সহকারী কমিশনার

(ভূমি) কাজী মাহমুদুর রহমান উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় গিয়ে বালু বিক্রি বন্ধের নির্দেশ দেন। তার ওই নির্দেশ উপেক্ষা করে সিন্ডিকেটটি বিপুল পরিমাণ বালু উত্তোলন করে জমা করেন এবং তা পর্যায়ক্রমে বিক্রি শুরু করে।

এ পরিস্থিতিতে গতকাল সেখানে পুনরায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। এসময় বালু নিতে আসা দুই টি ট্রাক্টর তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর আসবেনা বলে ক্ষমা প্রার্থনা করায় ২টি ট্রাক্টর জব্দ তালিকা থেকে বাদ দেন এবং চালকদের অপরাধের দায় থেকে মুক্তি

দেন । বালু জব্দ করার সংবাদটি মহুর্তে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে থাকে। এ সময় শত শত উৎফুল্ল জনতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানান। #

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ