রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকোম্পানীগঞ্জে ৪দিনে ৭ দোকানে চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

কোম্পানীগঞ্জে ৪দিনে ৭ দোকানে চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটন্য়া ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল দোকান ঘর এলাকায় তিনটি

দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ছাড়াও গত ৪ দিনে একটি বাসাসহ ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দোকান গুলো হলো, বসুরহাট পৌরসভা এলাকার জিসান ডেকোরেটার, তাসফিন ষ্টোর, শিপন ষ্টোর ও চরহাজারী বাজারের রীতি স্বর্ণালয়, জয় ফ্যাশন,সাহাব উদ্দিনের মুদি

দোকান, রুবেলের মুদি দোকান শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী ফয়েজ ও সোহাগ। তারা বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তিন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান।সকালে দোকান খুলে দেখন তিনটি

দোকানের ক্যাশের তালা ভাঙ্গা ও মালামাল তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে দেখেন দোকান ঘরের টিনের চালা কাটা । এসময় চোরের দল দোকানের ক্যাশ ভেঙ্গে ভেঙ্গে নগদ টাকাসহ ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সঙ্গবন্ধ চোরের দল শুক্রবার দিবাগত

রাতের কোন এক সময় ওইে চুরির ঘটনাটি সংগঠিত করেছে। স্থানীয়রা জানায়, গত বুধবার ১৯ অক্টোবর দিনে দুপুরে চোরের দল বসুরহাট বাজারের সাত্তার আর্কিটের নিচ তলায় একটি বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২০/২৫ হাজার টাকা ও ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার

লুট করে নিয়ে যায় এবং বাসায় থাকা কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস লন্ডভন্ড করে দেয়।
অপরদিকে, গত মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাতে উপজেলার চর হাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে একটি স্বর্ণ দোকানসহ চারটি দোকানের টিনের চালা কেটেনগদ টাকাসহ তিন

লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। সাংবাদিকদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ