মোঃ জাহাঙ্গীর আলম, দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে তা প্রতিরোধে নোয়াখালী জেলা শগর মাইজদী সহ জেলার বিভিন্ন উপজেলায় অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ,যুবলীগ সহ সহযোগী সংগঠন। শনিবার বেলা ১১টায় জেলা
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়কে প্রদক্ষিন করে। শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও দেশব্যাপী বিএনপির-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদের সেনবাগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
করেছে সেনবাগ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেনবাগ পৌর শহরের থানা মোড়,ছমির মুন্সিরহাট বাজার লায়ন জাহাঙ্গীর আলম কমপ্লেক্সের সামনে ও সেবারহাট সহ প্রতিটি ইউনিয়নে ওই কর্মসূচি পালন করে সেনবাগ
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা । এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদ্য পিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও
নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম কবির, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ
সম্পাদক এ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক, পৌর আওয়ামীলীগের সমন্বয়ক ভিপি মমিন উল্লাহ মানিক,মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান , আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মোঃ ফারুক, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি
ডাক্তার আবুল কালাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলী সভাপতি আমজাদ হোসেন মানিক, সেক্রেটারী ওসমান মিয়া, আওয়ামীলীগ নেতা কাজী হুমায়ুন কবির ,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, মিছিল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস
নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তা রাজপথে থেকেই প্রতিরোধ করার ঘোষণা দেন নেতাকর্মীরা। নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে।