শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধনোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযান ম্যাজিস্ট্রেটের গাড়ী চালকের বাসা থেকে ৫শ পিস ইয়াবাসহ...

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযান ম্যাজিস্ট্রেটের গাড়ী চালকের বাসা থেকে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে নোয়াখালীর বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ী চালকের বাসা থেকে ৫শ পিস ইয়াবাসহ গাড়ী চালক মোঃ আব্দুর রহিম (৩৯) দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার

অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়াডের আইয়ুবপুর গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়ির তাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৯) ও কাদিরহানিফ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুর গ্রামের শাহরু মেম্বার বাড়ির মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ জলিল হোসেন মালেক

ওরফে মানিক(৩২)। রোববার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সরকারি গার্লস হাইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট গাড়ী চালককের বাসার ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সরকারি গার্লস হাইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট গাড়ী চালক(কর্মচারীর) বাসার ভিতরে অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারী অবস্থান করছে। এমন সংবাদের

ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযান চালায়। অভিযানে ৫শ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় ওই বাসায় দীর্ঘদিন যাবত

তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করত। দেশের বিভিন্ন অ ল থেকে কমমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি দামে বিক্রয় করত এই মাদককারবারি চক্র। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ