বশিরআলম টঙ্গীতে ভেজাল চকোলেট ও নাটোরের কাঁচা গোল্লাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মোঃ বেলায়েত হোসেন (২৬), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার পুটিখলী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টঙ্গি পূর্ব থানায় ওসি মোঃ আশরাফুল ইসলাম ওই তথ্য জানান। ওসি জানান, বেলায়েত টঙ্গীর মধ্য আরিচপুরের বাসিন্দা জনৈক ইউসুফ মিয়ার বাড়ীতে
ভাড়া থেকে ভেজাল চকোলেট ও নাটোরের কাঁচাগোল্লার ব্যবসা করতেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইউসুফ মিয়ার ভাড়া বাড়ীর নিচ তলায় বেলায়েতের বাসায় অভিযান চালিয়ে বেলায়েতকে
আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২ বস্তা ভেজাল চকলেট, (যাহার প্রতিটি বস্তার ওজন ২৫ কেজি এবং ২৫ কেজির এক বস্তা ভেজাল নাটোরের কাঁচা গোল্লা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বেলায়েত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে সাভার এলাকা থেকে ওই চকলেট ও কাঁচা গোল্লা নিয়ে গিয়ে তিনি মধ্য আরিচপুর এলাকায় বসবাস করে টঙ্গীসহ আশপাশ এলাকায়
ওইসব ভেজাল খাদ্য বিক্রয় করে আসছিলেন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।