মোঃ জাহাঙ্গীর আলম: নোয়াখালীর সেনবাগ পৌরসভায় জৈনক কবির হোসেন প্রকাশ আর্মি কবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন সড়কের সংস্কার কাজে বাঁধা প্রদান ও জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ
সভা করেছে পৌরভার ৫নং ওয়ার্ডের জনসাধারণ। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থানা মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন সেনবাগ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাদরায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন সড়কের সংস্কার
কাজ করা হয় । কিন্তু এলাকার আবদুল আজিজের ছেলে কবিল হোসেন প্রকাশ আর্মি কবির রাস্তাটি কেটে পেলার চেষ্টা করে। এরপর স্থানীয় এলাকাবাসী এর প্রতিবাদ করলে আর্মি কবির স্থানীয় ৫নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানের মেয়র-২ মহিন উদ্দিন,১নং
ওযার্ড কাউন্সিলর বেলাল হোসেন বেলা,স্থানীয় বাসিন্দা রিফাত,স্বপন,আবু তাহের,ইলিয়াস,ফারুক হোসেন,আনোয়ার হোসেন,রিয়াদ হোসেন,আবদুল মান্নান,জিল্লুর রহমান,রাশেদুর ইসলাম,জহুরুল ইসলাম,কামাল উদ্দিন,জামাল ঊদ্দিন,ছালা উদ্দিন,আলাউদ্দিন বাবলু,গোলাম
ছারওয়ার,রিয়াদ,আলম আজাদ,আবুল কাশেমসহ ২৫ জনের নামে মিথ্যা মামলা দায়র কেের হয়লানি করে। এরপর প্রতিবাদে কয়েকশ এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র ২ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মহিন উদ্দিন।উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী সহ বহু এলাকাবাসী।