শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুবর্নচরে বাল্য বিয়ে কাবিন রেজিষ্ট্রির দায়ে নিকাহ রেজিষ্টার কাজির ৫০ হাজার টাকা...

সুবর্নচরে বাল্য বিয়ে কাবিন রেজিষ্ট্রির দায়ে নিকাহ রেজিষ্টার কাজির ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহের কাবিন রেজিষ্ট্রি করার দায়ে নিকাহ রেজিষ্টার (কাজি) মোশাররফ হোসেন প্রকাশ বাবর (৫০)কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিন চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে ওই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।

অভিযুক্ত কাজী মোশারফ হোসেন প্রকাশ বাবর (৫৫) উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চর বাটা ইউনিয়নের আলমগীরের

মেয়ের (১৬) সাথে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়।

কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন বর-কনে চলে যায়। এ সময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর।

তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ