মোঃ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,মিলাদ মাহফিল, শোক র্যালী ও কাঙ্গালী ভোজ সহ নানা আয়োজনে নোয়াখালীর সেনবাগে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর
আলম মানিক সিআইপি,সেনবাগ পৌরসভা মেয়র আবু নাছের ভিপি দুলাল,সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়াজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মো: ফারুক হোসেনের স া
লনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক সিআইপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম
সুলতানা, পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী,নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি(তদন্ত) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ
আলম রিগান, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়। এর আগে সেনবাগ পৌর মেয়রের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজে শোক দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।