মো: রিপন মিয়া কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস
পালিত হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সে বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে স্থানীয় এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার বনিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো.
মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম , ওসি মোহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন
সাবেক জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , কলমাকান্দা প্রেসক্লাব, উপজেলার বিভাগীয় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক
সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন। একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ওই র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন সরকার বাবনের সঞ্চলনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।