বশির আলম,গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলমান দুইটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র।
মঙ্গলবার (১৬ জুলাই) টঙ্গীর সাতাইশ লস্করপাড়া এলাকায় সেতু কেমিক্যাল এন্ড কয়েল ফ্যাক্টরী এবং সাতাইশ খৈরতল এলাকায় এসপি ডিজাইন এন্ড ওয়াশিং প্লান্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেতু কেমিক্যাল
এন্ড কয়েল ফ্যাক্টরী থেকে ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা এবং এসপি ডিজাইন ওয়াশিং প্লান্ট মালিকের নিকট থেকে ১,৩৫,০০০/= (এক লক্ষ পয়ঁত্রিশ হাজার) টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ জানান, অবৈধ গ্যাস লাইনের ব্যাপারে জেলা প্রশাসন সর্বোচ্চ শক্ত আবস্থানে আছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহায়তায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টঙ্গী জোন) ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আতিকুল হক সিদ্দিকী বলেন, টঙ্গীর সাতাইশ লস্কর পাড়া ও খৈরতল এলাকায় একটি কয়েল ফ্যাক্টরী এবং ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিল।
খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে চালানো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করার পাশাপাশি দুইটি কারখানায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টঙ্গী জোন) উপ-ব্যবস্থাপক শাহ এমদাদ, সহকারী ব্যবস্থাপক গোলাম রাব্বানী, সহকারী প্রকৌশলী ইব্রাহীম, উপসহকারী প্রকৌশলী নাঈম হোসেন, টেকনিক্যাল ইন্জিনিয়ার কবির হোসেন, তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।