গাজীপুর থেকে হযরত আলী ক্রইম অনুসন্ধান প্রতিনিধি গত ৯/১০শের এর পর আবারো নতুন করে আন্দোলন চন্দনা গাজীপুর চৌরাস্তা আশপাশের সবগুলো রাস্তায় প্রায় বন্ধ।
মানুষ পায়ে হেঁটে যার যার কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে, শিল্প পুলিশ সূত্রে জানা গেছে কয়েকটি শিল্প কারখানা শ্রমিকদের বেতন বকেয়ার জন্য তারা এই আন্দোলন করছে।
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
অবরোধের কারণে ১৩ নভেম্বর থেকে সকালে ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সৃষ্টি হয়েছে প্রায় দীর্ঘ যানজট। পুলিশ বলছে, সংকট নিরসনে কারখানা মালিকের সঙ্গে আলোচনা করছেন তারা।