হযরত আলী (রানা) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান বিভিন্ন কাজ দেয়ার নামে অত্র উপজেলার বিভিন্ন লোকজনের নিকট হতে মোটা অংকের
ঘোষ গ্রহণ করেন,কাজ না করে দেওয়ায় ঘোষের টাকা ফেরত নিতে সিরিয়াল চলছে বলে জানায় ওই অফিসের একজন কর্মচারী।
কর্মচারীর দেয়া তথ্য মতে অনুসন্ধান নামক একটি চৌকস দল দুইদিন অনুসন্ধান করে পাওয়া যায় তার বিরুদ্ধে রয়েছে বিশাল দুর্নীতির অন্তরালের চিত্র। আওয়ামীলীগের আমলের সাবেক
প্রাথমিক ও গণশিক্ষা সচিব এর পিএস হিসাবে প্রভাব বিস্তার করে ভাল্লুকায় ইউনু হিসেবে যোগদান করেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে সক্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন তাহার পরিবারের সকলেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আছেন। রাজউক ইউনিয়নের একটি কাবিকা/কাবিটা প্রকল্পের রাস্তার
বকেয়া বিল পাস করে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা দিলেও তা পাস করেননি, এমনকি টাকাও ফেরত দিচ্ছে না বলেন জানান একজন ঠিকাদার।
ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগের নামে মোটা অংকের টাকার বিনিময় হয়েছে ইউনু মাধ্যমে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিচ্ছেন অন্য জনকে,তিনি টাকাও দিচ্ছে না ফেরত। বিষয়টি খতিয়ে দেখার জন্য উদ্যতম কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগী মহলের দাবি।