মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর সেনবাগে নাশকতার প্রস্তুতিকালে একরাম হোসেন (২৫) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াইটার দিকে সেনবাগ পৌরশহরে নাশকতার পরিকল্পনান সময় গোপন সংবাদের ভিত্তেতে সেনবাগ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একরাম হোসেন নামে ওই ছাত্রলীগ কমীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত একরাম হোসেন সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির ৫নং ওযার্ড জামালপুর গ্রামের সিরাজ মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনবাগ থানার অফিষার ইনচার্জ (ওসি) এসএম
মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা
হয়েছে