বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে আরো ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে আরো ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৭০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭০ শতাংশ।গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আরো এক জনের মৃত্যু হয়েছে।

জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ-৫০জন, সোনাইমুড়ীতে ৮জন,চাটখিল ১৩জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-৪জন, কবিরহাট ১৯জন।

সোমবার ( ৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, সুবর্ণচরে ৮ জন,বেগমগঞ্জ ২১ জন, সোনাইমুড়ী ১২ জন, চাটখিল ১২ জন, সেনবাগ ১৪ জন, কোম্পানীগঞ্জ ২০ জন, কবিরহাট উপজেলায় ১৪ জন

রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৬৯ শতাংশ। এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১৭ জন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ