নোয়াখালীর সেনবাগে স্বাস্থবিধি অমান্য করে সড়কে গাড়িতে যাত্রী পরিবহন, ব্যবস্যা প্রতিষ্ঠান খোলা ও বিনা প্রয়োজনে মাক্স বিহীন ভাবে ঘোরাঘুরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ মামলায় ৪ হাজার ৫ শত জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার ওই জরিমানা আদায় করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার জানায়, বৃহস্পতিবার দুপুরে ফেনী নোয়াখালী মহাসড়কে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী কালে দেখা যায় একটি মাইক্রোবাস।
তখন ভ্রাম্যমান আদালতের সঙ্গে থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ীটি গতিরোধ করে। এসময় দেখা যায় ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোটি চট্টগ্রামের যাচ্ছিল। পরে আদালত মাক্রোবাসের চালক সহ ১৪ যাত্রীকে জরিমানা আদায় করে মাইক্রটি ফের পিছনে দিকে পাঠিয়ে দেন।