নেত্রকোণা ২য় ধাপে তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর। ২টি উপজেলার শপথ গ্রহণ করেন ১৯ তারিখ , এর মধ্যে বারহাট্টা উপজেলা ৭টি ইউনিয়নে ২২ ডিসেম্বর নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জিয়াউর রহমানএবং ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি আবদুর রহমান।
বারহাট্টা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সাহতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ঘোড়া), বারহাট্টা সদর ইউনিয়নে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা), বাউসী ইউনিয়নে মো. শামছুল হক (নৌকা), আসমা ইউনিয়নে মো. শফিকুল ইসলাম খান (নৌকা), চিরাম ইউনিয়নে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা), সিংধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিলফ্যান) ও রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান রাজু (ঘোড়া) নবনির্বাচিত চেয়ারম্যানগণ একিই সাথে শপথবাক্য পাঠ করেন
বক্তারা বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়া বাল্যবিবাহ, মাদক মুক্ত, অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করায় সবাইকে আহবান জানান এবং সহযোগিতা কামনা করেন ।
বক্তব্যের শেষে প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান ও মিষ্টি মূখ করান ।