মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালীর সেনবাগে গবাদি পশু,হাঁস-মুরগী সহ গৃহপালিত পশু-পাখি খামারিদের বিভিন্ন প্রাণী নিয়ে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার
সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল ।
উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রসুল
আহমেদের স ালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার নসরুল্লাহ আল মাহমুদ। এ সময় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ খামারি ও গণ্যমান্য
ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির ৪০ জনের বেশি খামারি তাদের খামারের গরু,মহিষ, ছাগল, ভেড়া,হাঁস-মুরগী, কবুতর প্রদর্শন করেন।