কুড়িগ্রামে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তি মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম ফেরদৌস আহমেদ (২৩)।
সে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মন্ডল পারা গ্রামের জনৈক নবিবর রহমানের ছেলে। জানা গেছে, রোববার (২০ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ইন্টার নেট সংযোগ
দেবার সময় পল্লী বিদ্যুতের একটি বৈদ্যতিক খুটিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মই থেকে মাটিতে পরে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। উল্লেখ্য,সামিট টেলিকমিউনিকেশন লিঃ এর তত্বাবধানে এরা
ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেসনের কাজ করছিলো।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।