রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img
Homeজাতীয়উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা

উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা

কুড়িগ্রামের উলিপুরে টেকসই পরিবেশ বান্ধব উপায়ে নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও তিস্তা

নদী রক্ষা কমিটির উদ্যোগে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকার বজরা দারুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সাধারণ সম্পাদক শরীফ জামিল, বেগম রোকেয়া

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সভাপতি প্রকৌশলী ফজলুল হক, সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের

আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলমগীর, বাপা পাবনা জেলার সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারন

সম্পাদক আব্দুল হামিদ, সমাজ সেবক আসাদুজ্জামান আনছারী প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারণ সম্পাদক আশরাফুল আলম চিশতী শাহিন।

জনসভায় বক্তারা তিস্তা নদী ভাঙ্গনরোধে মহাপরিকল্পনা গ্রহন করে তা মেগা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়নের দাবী জানান। তিস্তার ভাঙ্গনে প্রতি বছর রংপুর অঞ্চলের চারটি জেলার লক্ষ কোটি

টাকা ক্ষতি সাধন হয়। কয়েক হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করলে তিস্তা নদীর ভাঙ্গন রোধ করা সম্ভব। ভাঙ্গন রোধের ফলে এলাকার মানুষ দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাবেন বলে বক্তারা দাবী করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ