আল আমীন (হুদা) কলমাকান্দা সীমান্ত প্রতিনিধি: টঙ্গি ইজতেমা ময়দানে ঘুমন্ত ও ইবাদতরত আলেম-ওলামা এবং নিরীহ তাবলিগি সাথীদের উপর সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হত্যাকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখা উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যোগে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে কলমাকান্দার বিভিন্ন মাদরাসা, মসজিদ এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ টঙ্গি ইজতেমা ময়দানের সাম্প্রতিক ঘটনাকে ন্যাক্কারজনক ও বর্বর বলে অভিহিত করেন।
সমাবেশে বক্তারা বলেন, “এই হামলা কেবল তাবলিগি সাথীদের উপর নয়, বরং ইসলামের শান্তিপূর্ণ আহ্বান ও ঐক্যের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” তারা আরও বলেন, স্থানীয় সা’দ পন্থী হালিম, মামুন, মিজান ও রুস্তমআলীসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর গড়ে তোলা হবে।
বিক্ষোভ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির প্রার্থনা করা হয়। এই সমাবেশে আরও জানানো হয়, যদি দোষীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তবে ভবিষ্যতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় সমাবেশে মাওলানা উসমান গনি এর সভাপতিত্বে মুফতি শফিকুল ইসলাম হামিদী ও মুফতি আলী উছমান যুক্তিবাদী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুফতি জয়নাল আবেদীন, মাওলানা লুৎফর রহমান ফারুকী,
হাফেজ আমিনুল ইসলাম, মুফতি কেফায়েত উল্লাহ, মুফতি মাসুদ রহমান, মাওলানা মোস্তাফা কামাল, ইমাম আবুল কাসেম,মোশতাক খানসহ ইউনিয়নের অন্যান্যরা বক্তব্য রাখেন