টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার সকালে টঙ্গীর পশ্চিম থানাধীন মোক্তারবাড়ী এলাকায় খন্দকার মার্কেটে হারুন অর রশিদের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম (২০) লালমনিরহাটের কালিগঞ্জ থানার শিবরাম গ্রামের মৃত মফিজের ছেলে।
নিহত আব্দুল হাকিমের মা হামিদা আক্তার জানান, শনিবার সকালে আব্দুল হাকিমের রুমের দরজা বন্ধ পেয়ে তার নানী রুমে উকি দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ও নিকট আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কক্ষের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, এলাকাবাসী ও তার পরিবারের লোকজন থানায় খবর দিলে আমরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে সুরাতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।