শনিবার, মে ১৮, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসফেনীর দাগনভূঞা উপজেলায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামে ৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ‘প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ নির্মিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এস এস ইঞ্জিনিয়ারিং এন্ড

কনস্ট্রাকশন এর চেয়ারম্যান এম এম শাহাবুদ্দীন আহমেদ এর একটি প্রতিনিধি দল নির্মিত ভবনটি এলজিইডি, এমডিএসপি এর প্রকল্প পরিচালক জাভেদ করিম এর প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে এস এস

ইঞ্জিনিয়ারিং এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান রেজা, রতন বনিক, ইঞ্জিনিয়ার মো. আল আমিন হোসেন, হেড ম‍্যানেজার মশিউর রহমান মনি এবং এলজিইডির পক্ষে উপস্থিত ছিলেন

ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, ইঞ্জিনিয়ার তৌহিদ আহসান, ইঞ্জিনিয়ার ফাহাদ-বিন-মাহমুদ, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান প্রমুখ। এমডিএসপি প্রকল্প পরিচালক জাভেদ করিম এবং এস এস ইঞ্জিনিয়ারিং এর

চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ প্রকল্পটি বাস্তবায়নে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ভবনটিতে টেবিল, চেয়ার,আলমারি, বৈদ্যুতিক সকল ফিটিংস সহ সংযোগ, উন্নতমানের সৌর বিদ্যুতের ব্যবস্থাসহ যাবতীয় সকল

কাজ সম্পন্ন হয়েছে। নতুন ভবনে ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঠদান কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নতুন ভবন ও ঝকঝকে শ্রেণিকক্ষে ক্লাস করতে শিক্ষার্থীরা মুখিয়ে রয়েছে। নতুন এই স্কুল ভবন নির্মাণের ফলে এলকায় শিক্ষার প্রসার ও হার বাড়বে ধারণা করছেন স্থানীয়রা।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ