শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধশেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

মোহাম্মদ দুদু মল্লিক,  শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, জামালপুর।আটককৃতরা পরস্পর স্বামী-স্ত্রী।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় অর্ধকোটি টাকার ৪শত ৭২ গ্রাম হেরোইন। আটককৃত সুলতান মাহমুদ বাবু শহরের গৌরিপুর এপি- মধ্যশেরী উত্তর বাড়ই মহল্লার মৃত শাসছুল হুদার ছেলে এবং মুন্নি খাতুন সুলতান মাহমুদ বাবুর

স্ত্রী।২৫ জুলাই মঙ্গলবার সকালে র‌্যাব-১৪ এর পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই সোমবার বিকেলে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলা

শহরে জনৈক মো. রফিকুল ইসলামের তিনতলা বিশিষ্ট ভাড়া বাসায় সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি প্লাস্টিকের ব্যাগ জানালা দিয়ে নিচে ফেলে দেয়।

পরে আসামী ও স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি উদ্ধার করে সেই ব্যাগ হতে ৪ শত ৭২ গ্রাম কথিত হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪৭ লক্ষ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের সহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ