শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামসেনবাগে ৪০ দিন জামায়েত সহিত নামাজ আদায়কারী ৩১ শিশুকে সাইকেলফ্যান ও ঘড়ি...

সেনবাগে ৪০ দিন জামায়েত সহিত নামাজ আদায়কারী ৩১ শিশুকে সাইকেলফ্যান ও ঘড়ি উপহার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে টানা ৪০ দিন তাকবীরে উলার সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৩১জন শিশু-কিশোরকে বাইসাইকেল, টেবিল ফ্যান ও ডিজিটাল

ঘড়ি উপহার দিয়েছে মইজদীপুর বশিরিয়া জামে মসজিদ কমিটি। গতকাল মসজিদ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম আনুুুর সভাপতিত্বে ও আরমান হোসেনের স ালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এবিএম শহীদ উল্লাহ, বিশিষ্ঠ সমাজসেবক নুরুল ইসলাম, মাষ্ঠার সহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড মম্বার আনোয়ার হোসেন আনু, মাষ্টার হোসাইন, মাওলানা হোসাইন

আহম্মদ ও কামাল হোসেন প্রমুখ। জানাগেছে, সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ঐতিহ্যবাহী মইজদীপুর বশিরিয়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী এবং প্রবাসীদের উদ্যোগে শিশু-কিশোরদের নামাজ মুখি

কারার জন্য টানা ৪০ দিন তাকবীরে উলার সহিত ৫ ওয়াক্ত জামায়াতের সহিত নামাজ আদায়কারীদেকে বাইসাইকেল, টেবিলফ্যান ও ডিজিটাল ঘড়ি দেওয়া ঘোষনা দেওয়া হয়। এরপর টানা ৪০দিন নামাজ আদায়কারী

প্রথম ১৬জনকে বাইসাইকেল, দ্বিতীয় ১২জনকে টেবিল ফ্যান ও তৃতীয় ৩জনকে ডিজিটাল দেওয়াল ঘড়ি উপরহার দেওয়া হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ