মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকপরবর্তী টার্গেট হতে পারে জর্দান, কঠিন হুঁশিয়ারি ইরানের

পরবর্তী টার্গেট হতে পারে জর্দান, কঠিন হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক,কঠিন হুঁশিয়ারি ইরানের,ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালাল ইরান। তবে সংঘাতের উত্তেজনা যেন এখানেই থামছে না। এবার জর্দানে হামলার হুমকি দিয়েছে ইরান। মূলত ইসরায়েলকে সহযোগিতা করলে জর্দান পরবর্তী

লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি। আজ রবিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস। ইরানের এই হামলা প্রতিরোধে অবশ্য ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্দানও। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে, জর্দান গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে এবং ইহুদিবাদী দেশটির সঙ্গে জোটবদ্ধ হলে তারা (ইরানের) পরবর্তী টার্গেট হতে পারে।

(সংগৃহীত ছবি)

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ