মো: রিপন মিয়া নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় নানান আয়োজনে সানমুন বহুমুখী সমবায় সমিতির ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমবায়ী মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানমুন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ফেরদৌস আলমগীর ভূঁইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক
পাঠান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রাসেল আহমেদ। এসময় বক্তব্য রাখেন, জেলা সমবায় পরিদর্শক আবু সাদাত মোহাম্মদ সায়েম খান, গৌরিপুর
উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেন, সানমুনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: এরশাদুর রহমান এরশাদ, আনসার ও বিডিপি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সানমুন বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।