বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
spot_img
Homeআইন-অপরাধসুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথর পাচাঁর: ইয়াবাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথর পাচাঁর: ইয়াবাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একদিকে চলছে কয়লা ও পাথরসহ বিভিন্ন মালামাল পাচাঁর আর অন্যদিকে ইয়াবার চালানসহ ২জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (৩১শে ডিসেম্ভর) সকাল ৬ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন  নিজামের ডিপু, পায়েলের ডিপু ও ফজলু

মিয়ার ডিপুর পাশের জায়গায়, বিশু ও মারফতের বাড়ি ও আবুনীর বাড়ির ডিপুসহ আরো একাধিক ডিপুতে মজুত করে রাখা পাচাঁরকৃত প্রায় ৫শ মেঃটন অবৈধ কয়লার মধ্যে ২শত টন কয়লা, ট্রলি বোঝাই করে বিজিবি

ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে ওপেন সমসার হাওর পাড়ের পাথরঘাটায় নিয়ে নৌকা বোঝাই করে সোর্স ও চোরাকারবারীরা। অন্যদিকে প্রতিদিনের মতো ভোর ৫টা থেকে লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৩এস

পিলার ও সাহিদাবাদ বিজিবি পোষ্টের সামনে দিয়ে ভারতের ৩-৪শ গজ ভিতর থেকে ৪-৫শ লোক দিয়ে ১০-১৫লাখ টাকার কয়লা ও পাথর চুরুি করে এবং ৪০-৫০টা ঠেলাগাড়ি দিয়ে পাথর ও ১০-১৫টা মোটর

সাইকেল দিয়ে কয়লা পরিবহণ করে বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা হয়ে ওপনে লাউড়গড় বাজারের চারপাশে নিজে মজুত করে বিক্রি করে স্থানীয় প্রভাবশালী চোরাকারবারীরা। কিন্তু এব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোন

পদক্ষেপ নেওয়া খবর পাওয়া যায়নি। অথচ সাবেক বিজিবি অধিনায়ক তসলিম এহসান সুনামগঞ্জে কর্মরত থাকাকালীন সময় এই সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত কয়েক কোটি টাকার অবৈধ পাথর ও

কয়লা বোঝাই ১৫-২০টি ট্রাক ও লড়িসহ ৫ শতাধিক ঠেলাগাড়ি ও বারকি নৌকাসহ ৬-৭টি স্টিলবডি নৌকা আটক করেছেন। কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ার পর থেকে সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট হয়ে উঠে এবং সোর্স পরিচয়ধারী ও চোরাকারবারীদের দাপট বেড়ে যায়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ