শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
HomeUncategorizedনোয়াখালীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নোয়াখালীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নোয়াখালীল সদর উপজেলায় মাইজদী-সোনাপুর সড়কের চুল্লাল চা দোকান সংলগ্ন বিশ^নাথ নামকস্থানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাজ্জাদ হোসেন প্রকাশ রকি (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার( ৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রকি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাছিমপুর গ্রামের জাহেদুল হকের ছেলে।

নিহতের খালাতো ভাই তাওহিদ জানায়, রকি ইন্টারনেট সংযোগের কাজ কওে সোমবার কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে মাইজদীর দিকে আসার পথে মাইজদী পৌর বাজার সংলগ্ন বিশ্বনাথ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ষে মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।

পরে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষণা করে।  সুধারাম থানার ডিউটি অফিসার জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ নোয়াখালী সদর হাসপাতালে রয়েছে।

সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ধাক্কা দিয়ে সিএনজিটি পালিয়ে যায়। পুলিশ বিয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ