নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে সেনবাগের চাঁদপুর গ্রামের হাফেজ আবদুল কাদের জিলানী (২৬)। তিনি সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জয়নাল আবদিনের ছেলে।সে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন শনিবার অবস্থায় মারা যান।
অপরদিকে মাইজদী প্রধান ডাকঘরের পোষ্টাল অপারেটর মোঃ আবু সায়েম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রোববার (৬জুন) বিকেলে নোয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল (ডিপিএমজি) মাঈনুল ইসলাম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আবু সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ জয়নাল আবদীনের ছেলে হাফেজ আবদুল কাদির জিলানী (২৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে মারা যায। আজ রোববার গ্রামের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান করোনায় আক্রান্ত হয়ে সেনবাগের চাঁদপুর গ্রামের জিলানীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।