নোয়াখালীর সেনবাগের বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে এক অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে রৌশন ফামের্সী নামের একটি ঔষধের দোকান ।
এতে প্রায় ৫০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রোববার (১৩জুন) রাত ১১টারদিকে উপজেলার ছমির মুন্সির হাট উত্তর বাজারে ডাক্তার ইসমাইলে রৌশন ফার্মেসীতে।
স্থানীয় সুত্রে জানাগছে, রোববার রাতে ডাক্তার ইসমাইল প্রতিদিনের মতো তার রৌশন ফার্মেসী নামের ঔষধের দোকানটি বন্ধ করে বাড়ি চলে যায়।
তার ১১টার দিকে তার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে দোকানের স্যাটার ভেঙ্গে ভিতরে ডুকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কিন্ত ততক্ষনে দোকানের মূল্যবান ঔষধ ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষনিক বাজারের ব্যবসয়ীরা এগিয়ে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।