শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদচিলমারীতে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

চিলমারীতে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে৷ উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেশ কিছু দিন থেকে

বিভিন্ন রোগে ভুগছিলেন গত দুই দিন থেকে বেশি অসুস্থ্য হলে রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার করোনা আছে কি না তার পরিক্ষা করে হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরই বিকালেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুর রাজ্জাকের বড় সন্তান সুফ ইয়ান জানান, আমার বাবা দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন গত দুইদিন থেকে তার প্রস্বাবের সমস্যা হচ্ছিলো আজ অসুস্থ্য

বেশি হলে হাসপাতালে নিয়ে যাই এবং করোনা টেষ্ট করাই টেস্ট করে হাসপাতালে ভর্তি করার পর কিছু ক্ষন পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকে

বিকাল ৩ টার সময় হাসপাতালে নিয়ে আসলে করোনা টেষ্ট করেই তাকে ভর্তি করানো হয়। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর পরেই তিনি মারা যান।এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে মুক্তিযোদ্ধাদের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ