শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
Homeজাতীয়খুলছে দোকানপাট-শপিংমল ৯টা থেকে বিকেল ৫টা

খুলছে দোকানপাট-শপিংমল ৯টা থেকে বিকেল ৫টা

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে ৯ এপ্রিল (শুক্রবার) থেকে খুলবে রাজধানীসহ সারাদেশের দোকানপাট-শপিং মলগুলো।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার (০৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গত সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত রোববার থেকে ঢাকাসহ সারা দেশের ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে ব্যাপক হারে। এর মধ্যে দোকানপাট-শপিং মলগুলো খুলে দেওয়ায় করোনা ঝুঁকি আরও বাড়বে বলে অনেকে মনে করছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ