রবিবার, নভেম্বর ১০, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামসরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণ যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) রাত ১২টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কাশেম আলীকে রাস্তায় পেয়ে সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করে। এরপর সন্ধ্যায় আবার স্থানীয় বাজারে চেয়ারম্যান সাইফুলের লোকজন কাশেম আলীর লোকজনকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সাইফুলের সহযোগীরা দেশীয় অস্ত্রসহ কাশেম আলীর লোকজনের বাড়িতে হামলা করে। এসময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন।এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এলাকায় অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ