শনিবার, মে ১৮, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামসেনবাগে ১৩টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা প্রশাসনের পক্ষথেকে ব্যাপক প্রস্তুতি

সেনবাগে ১৩টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা প্রশাসনের পক্ষথেকে ব্যাপক প্রস্তুতি

মোঃ জাহাঙ্গীর আলম, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগেও পুজার সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষে হয়েছে।

সর্বশেষ চলছে সাজসজ্জার কাজ। এবছর সেনবাগ উপজেলায় ১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা ও ৪টি মন্ডপে ঘট পুজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে বিরাজ

করছে উৎসবমুখর পরিবেশে রোববার ১লা অক্টোম্বর থেকে শুরু হওয়া ৫দিনব্যাপী পূজায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ইতিমেধ্য পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে জেলা প্রশাসক,

পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, সেনবাগ থানার ওসি, স্থানীয় পৌরসভার মেয়র, চেয়ারম্যানদের নিয়ে সম্প্রীতি সভা ও মতবিনিময় করা হয়েছে। শুক্রবার বিভিন্ন মন্দির ও ম-

প ঘুরে দেখা গেছে, দূর্গাপূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে চলছে সর্বশেষ সাজসজ্জার কাজ। প্রতিটি পূজা মন্ডপের স্থাপন করা হয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, হাস,

পেঁচা, সাপসহ বিভিন্ন ধরনের প্রতিমা। সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস বলেন, উপজেলায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কে ঘিরে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের

লোকজনের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে । সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, দুর্গা প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে প্রতিটি পুজা মন্ডপে স্থাপন করা হয়েছে সিসি টিভি

ক্যামেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত

সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটি পুজা মন্ডপের জন্য ৫শ কেজী করে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ