রবিবার, নভেম্বর ১০, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুরপঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করেছে দলটি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল বলেন, ‘জেলা কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন গুলি ছোঁড়ে পুলিশ। এতে আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমাদের আরও অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’

গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান। তিনি বলেন, ‘আমরা কোনো গুলি করিনি। ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ