বুধবার, মার্চ ১২, ২০২৫
spot_img
Homeসারাদেশরংপুরকুড়িগ্রামে বিএনপি'র অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামে বিএনপি’র অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি প্রদান

চলমান অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি শেষে স্মারকলিপি প্রদান করে।

বৃহস্পতিবার(৮ জুন) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি

পালন শেষে নেসকোর নির্বাহী প্রকৌশরী বরাবর স্বারকলিপি প্রদান করে। অপর দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মী নেসকোর সামনে অবস্থান কর্মসুচি পালন করে। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী আতিকুল রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, এ দেশের জনগনের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল

কেনার টাকা নেই। তিনি অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ সরকারের দাবিতে নেতাকর্মীদের রাজপথে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ