শামসুজ্জামান মাসুদ,ন্যায্য পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাইলে ভাইদের হাতে প্রায়ই মারধরের শিকার হতে হয় শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক ইন্নাস মিয়ার। এটি ঘটছে নেত্রকোনা সদর উপজেলা ১ নং মৌগাতী ইউনিয়নের জামাটী
গ্রামে। নেত্রকোনা শহরের ভিক্ষা করতে দেখা যায় ইন্নাস মিয়া কে। এলাকার ক’জন মহিলা পাগল বলেছে সে পাগল প্রতিবন্ধী। এক ভিডিও সাক্ষাৎকারে ইন্নাস মিয়া জানায় , পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দিতে তার ভাইদের
কাছে চাইলে তার ভাই মুখলেস ও হারুন তাকে মারধর করে। মারধরের ভয়ে সে বাড়িতে থাকে না পাশে মৌগাতী বাজারে থাকে । তার ভিক্ষার টাকাও কেউ কেউ জোর করে নিয়ে যায় । সে আরো বলে , আমি পৈতৃক সম্পত্তি ফেরত
চাই। ভিক্ষা করতে চাই না । সে এই ব্যাপারে স্থানীয় ইউনিয়ন মেম্বারের সহযোগিতায় জিডি ও আইনের আশ্রয় নেবে । এ ব্যাপারে তার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি । এলাকার লোকজনের মুখে শোনা যায় তাদের চলার মতো পৈতৃক সম্পত্তি রয়েছে ।