কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ অক্টোবর) বিকালে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম
ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। সভায় অতিরিক্ত আইজি জেলা পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সরকারি বিভিন্ন মালামাল ব্যবহার রক্ষণাবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান
করেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের কাছে উদ্ভাবনী সৃজনশীল ধারনা ও প্রস্তাবনা সমূহ শুনেন। এবং আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রেরণা ও প্রেষণা প্রদান
করেন। জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও জেলা পুলিশের গত সেপ্টেম্বর মাসের দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে
পুলিশ সদস্যদের পুরষ্কৃত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। কল্যান সভা শেষে অতিরিক্ত আইজি কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন এবং জরুরী প্রয়োজনে নাগরিকদের দোরগোড়ায় তাৎক্ষণিক পুলিশি সেবা পৌঁছে দিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত একটি নতুন গাড়ি
হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার
মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান সহ সকল থানা/ইউনিট ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।