ষ্টাফ রিপোর্টার। (১২ ফেব্রুয়ারি) সোমবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় দি ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানাযায় গত ১১ ফেব্রুয়ারি দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় পিত্তথলির অপারেশন বাবদ চব্বিশ হাজার টাকার কথা বলে ভর্তি করা হয়।
রাতে পিত্তথলির অপারেশন করার পর একটি ইঞ্জেকশন দেওয়া হয় উক্ত ইঞ্জেকশন দেয়ার পর মুখ দিয়ে ফেনা উঠে রোগীর মৃত্যু হয়।
এর আগে ২০২২ সালে এই হাসপাতালের জরায়ু অপারেশন করতে গিয়ে এক নারীকে ভুল চিকিৎসায় মুত্রনালী কেটে শিলাই করে পরে রোগীর মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা হয়।
পিত্তথলির অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়, বর্তমানে উক্ত বিষয়টি হাসপাতালের অফিস রুমে ধামাচাপার চেষ্টা চালানো হচ্ছে।
মৃত মিজানুর রহমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমুখী গ্রামের মোঃ লুৎফর বেপারীর ছেলে বলে জানা যায়। এ বিষয়ে মৃত্যু ব্যাক্তির অভিভাবক মামলা করবেন কি না এখনো জানা যায়নি।