কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উড়ো চিঠি দিয়ে অগ্নিসংযোগ ও হত্যার হুমকির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার পশ্চিম শিববাড়ী গ্রামের
আজাহার আলীর পুত্র। জানা গেছে, গত ২ মার্চ সকালে পশ্চিম শিববাড়ী গ্রামের আজগার আলীর বসতবাড়ীর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় একটি ঠিকানা বিহীন লিখিত চিঠি দেখতে পান তার স্ত্রী। তাদের ছোট ছেলেকে দিয়ে
চিঠিটি পড়িয়ে দেখতে পায় ১ লক্ষ টাকা চাঁদা দাবী, বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি কথা লেখা আছে। চাঁদার টাকা মোবাইল ফোনের মাধ্যমে দিতে বলেন হুমকিদাতা। টাকা না দিলে আজগার আলী ও তার সন্তানদেরকে
খুন ও বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন পুনরায় গত ১১ মার্চ গভীর রাতে আজগার আলী ও তার পরিবারের লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ীর গেইটের সামনে
একটি পেট্রোলযুক্ত ফটকা বোমা জ্বলছে। তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে পেট্রোলযুক্ত ফটকা বোমা সাদৃশ্য নিভিয়ে ফেলেন।পরে বসতবাড়ীর আঙ্গিনায় পূর্বের ন্যায় চাঁদা ও হত্যার হুমকির একটি ঠিকানা
বিহীন লিখিত চিঠি দেখতে পান। এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী আজগার আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শনিবার(১৬ মার্চ) রাতে চাঁদা
দাবী ও হত্যার হুমকিদাতা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেন। রোববার(১৭ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।